slider

ফরিদপুর-২ আসনে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন সাবেক এমপি জুয়েল

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর-২ আসনের সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি বাজারে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে এবং সালথা উপজেলা ফুলবাড়িয়া বাজার ও সোনাপুর বাজারে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে দেখা গেছে তাকে। “মানবতার নেত্রী, গণতন্ত্রের মানস কণ্যা, দেশরত্ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী মাননীয় শেখ হাসিনার সালাম নিন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন” এই লেখা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। এসময় আওয়ামী লীগ ও তার সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গনসংযোগ কালে তিনি বলেন, আগামী ৪মাসের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনা মানবতার কান্ডারী বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পৌঁছে দিয়েছে। সে উন্নয়নশীল রাষ্ট্রের পৌঁছে দেওয়া পরে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে সারাদেশব্যাপি যে উন্নয়ন হয়েছে। সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য এই লিফলেট বিতরণ করছি। এই উন্নয়নের প্রতিফলন টা আগামী নির্বাচনে একসাথে আমরা কাজ করে নৌকার জয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button