sliderস্থানীয়

ফরিদপুর-১ ভ্যান ও অটো শ্রমিকদের মাঝে উন্নয়ন প্রচার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ভ্যান ও অটো শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (আ’লীগ সরকারের) উন্নয়ন প্রচার করছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে এক আসনের বোয়ালমারী উপজেলার ওয়াবদার মোড়সহ বিভিন্ন ভ্যান ও অটো স্ট্যান্ডে শ্রমিকদের সাথে চা খান এবং আ’লী সরকারের উন্নয়ন প্রচার করেন।
এ সময় শ্রমিকদের মাঝে উন্নয়ন তুলে ধরে মামুন বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে সকলে একজোট হয়ে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, আমি ফরিদপুর-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে দেশের উন্নয়ন করতে পারি। আমি আপনাদের সন্তান আপনাদের পরিবারের মানুষ হিসেবে আপনাদের পাশে রাখবেন।

Related Articles

Leave a Reply

Back to top button