বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের ভোটের সমীকরণে দিন দিন পাল্লা ভারি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের। প্রচার প্রচারণার দিন যত এগোচ্ছে ততই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝুঁকচ্ছে স্বতন্ত্র এ প্রার্থীর পক্ষে। ফলে নির্বাচনে অংশ গ্রহণ করে নৌকা না হারার রেকর্ড ভেঙে এবার নিজদলীয় স্বতন্ত্র প্রার্থীর নিকট ভরাডুবির আশংকা করছেন নেতাকর্মীরা।
নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন ২৩ ডিসেম্বর শনিবার বিকালে আলফাডাঙ্গা পরিবহন বাসস্টান্ডে অনুষ্ঠিত উপজেলা যুবলীগের এক কর্মী সমাবেশে যুবলীগের নেতৃবৃন্দ এক মঞ্চে এসে ঈগল মার্কাকে সমর্থন করে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনকে এমপি নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ নিয়ে তিনটি উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের সবকটি উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বৃহৎ একটি অংশ সমর্থন জানালো স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনকে। ইতোপূর্বে মধুখালি ও বোয়ালমারী উপজেলার নেতাকর্মীরা একাট্টা হয়ে এ প্রার্থীকে সমর্থন জানান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন তার বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে প্রতিদ্বন্দ্বী এ প্রার্থীকে নির্বাচনী মাঠে সহিংসতা উসকে না দেওয়ার আহ্বানও জানান।
সাবেক ইউপি সদস্য আহসান হাবিব নাজমুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগের সম্পাদক মণ্ডলীর সাবেক সদস্য শেখ শওকত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, টগরবন্ধ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হাসান শিপন, বুড়াইচ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আহসান উদৌলা রানা, বোয়ালমারী যুবলীগের যুগ্ম আহবায়ক হান্নান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, পৌর কাউন্সিলর হারুন অর রশীদ, গোপালপুর ইউনিয়নের সাবেক সদস্য ওবায়দুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আশিকুর রহমান, জেলা ছাত্রলীগের সদস্য মো. মনির হোসেন প্রমুখ।
এ ছাড়াও আলফাডাঙ্গা সরকারি কলেজে ও বোয়ালমারী উপজেলার বেশ কয়েকটি জনসভায় বক্তব্য রাখেন আরিফুর রহমান দোলন।