সংবাদদাতা, ফরিদপুর : ফরিদপুরে নতুন করে আরো ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৩০ জন। শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৭৮ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয় ৫১ জনের। এর মধ্যে ফরিদপুরের তিনটি ফলোআপসহ ২৯ জন এবং গোপালগঞ্জে শনাক্ত হয়েছে ২২ জন।
এখন পর্যন্ত ফরিদপুর সদরে ৬২ জন, বোয়ালমারীতে ৪৪ জন, ভাঙ্গায় ৪২, আলফাডাঙ্গায় ২৪ জন, নগরকান্দায় ২৩ জন, চরভদ্রাসনে ২০, সদরপুরে ৬ জন, মধুখালীতে ৬ জন এবং সালথায় ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
ফরিদপুরে নতুন শনাক্ত ২৬ জনের ৬ জন নারী ও ২০ জন পুরুষ।