
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুরে মঙ্গলবারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বোয়ালমারী উপজেলার আরও এক নারী মারা গেছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান। নিহত নারীর নাম পপি বেগম (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। ইকবাল হোসেন মঙ্গলবার ওই দুর্ঘটনায় নিহত হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৫ জন হলো।
উল্লেখ্য মঙ্গলবার সকাল পোনে আটটায় কানাইপুর অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে ইউনিক পরিবহনের একটি বাসের সাথে ফরিদপুরগামী পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।