sliderস্থানীয়

ফরিদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধিঃ ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিুআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ফরিদপুরের সদর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলার ও ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ গোলাম নাছির। তার নিজ তহবিল থেকে শীতার্ত, অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। রবিবার (২২ জানুয়ারি ) বিকালে ১২নং ওয়ার্ডের শ্রী অঙ্গন দক্ষিণ বাগান বাড়ি, লাহিড়ী পাড়া ও ওয়ারলেস পাড়াসহ মোট তিনটি ভেন্যুতে এই কম্বল বিতরণ করেন। এসময় মোট ১ হাজার ৩শত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে গোলাম নাছির বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

Related Articles

Leave a Reply

Back to top button