শফিকুল ইসলাম জনি, ফরিদপুরঃ “হাসিমুখে রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে মানবিক রক্তযোদ্ধা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ভাঙ্গা উপজেলার মফিজ উদ্দিন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে সংগঠনটির সদস্যরা।
দিনব্যাপী চলমান ক্যাম্পেইনটি ফরিদপুর মানবিক রক্ত যোদ্ধা ফাউন্ডেশন এর সভাপতি রাহাত শেখের পরিচালনায় ও গ্রীন হসপিটাল ভাঙ্গার সার্বিক সহায়তায় এ সময় উপস্থিত ছিলেন, ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টার ফরিদপুরের মোঃ মোস্তাফিজুর রহমান সবুজ, সংগঠনটির সহ-সভাপতি তারিন ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটি সভাপতি রাহাত শেখ বলেন, আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় সাধারণ মানুষের বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে, ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেছি। এবং আগামীতে আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।