বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফরিদপুর জেলা কমিটি গঠন ও এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবীতে ফরিদপুর জেলা শিক্ষক-কর্মচারী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
(৭ ডিসেম্বর) শনিবার বিকালে জেলা সদরের সবজান্নেছা মহিলা কামিল মাদ্রাসায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছায়েম মোল্যা। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আহসানুল্লাহ মজুমদার ও অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান সরকার। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান।
এসময় ফরিদপুর জেলা কমিটির সভাপতি হিসাবে অধ্যক্ষ আবু ছায়েম ও সাধারন সম্পাদক হিসাবে অধ্যক্ষ মোঃ ফরিদউদ্দিনের নাম ঘোষনা করা হয়।
সম্মেলনে বক্তাগণ মাদ্রাসা শিক্ষকগণের বিভিন্ন বৈষম্যদুরি করণে জোরালো বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, আমাদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা, ইবতেদায়ি পর্যায়ে উপবৃত্তি, পুর্ণাঙ্গ বাড়ি ভাড়া, পুর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, কারিকুলামে গ্রহণ যোগ্যতাসহ ইত্যাদি বিষয়ে সরকারের কাছে দাবী জানাই।