sliderস্থানীয়

ফরিদপুরে বিদেশী পিস্তলসহ ২ ব্যক্তি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা থেকে বিদেশী পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব টেপাখোলার আসামি নজরুলের বাড়ির রান্নাঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর গ্রামের ফরহাদ মৃধার ছেলে ফয়সাল হোসেন (৩৭) ও দক্ষিণ টেপাখোলা মহল্লার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদউজ্জামান বলেন, গত বুধবার ফয়সালের স্ত্রী কামরুন্নাহার কোতোয়ালি থানায় এসে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, তার স্বামী ফয়সালের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ফয়সাল তার বড় বোন নুরুন্নাহারের মাথায পিস্তল ঠেকিয়ে ধরে।

এমন অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে ফয়সাল ও নজরুল নামে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। পরে, মধ্যরাতে নজরুলের বড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। এ সময় খড়ির মধ্য থাকা একটি ম্যাগজিন ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) শৈলেন চাকমা জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button