sliderস্থানীয়

ফরিদপুরে বিজেএ’র পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম। বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তৃতা প্রদানসহ সভাপতিত্ব করেন, বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য রঞ্জন কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো: জাহিদুল ইসলাম।

কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিৎ কুমার ঘোষ।

পাট বীজ উৎপাদন ও চাষ নিয়ে আলোচনা করে উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো: আনোয়ার হোসেন, পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো: লুৎফুল আমিন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল। কর্মশালাটি সঞ্চালন করেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক মো: নজরুল ইসলাম এবং আরো উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর, ফরিদপুর সদর উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: রবিউল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button