sliderস্থানীয়

ফরিদপুরের চরাঞ্চলে কৃষকদের মাঝে অনুদান প্রদান

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের পদ্মানদী বেষ্টিত চরাঞ্চলে ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষের জন্য কৃষকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নর্থ চ্যানেল ইউনিয়নের আমরা কাজ করি (একেকে) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিসিএফ প্রকল্পের কর্মকর্তা মো. কুদ্দুস মিয়া, এবিসিএফ প্রকল্পের কর্মকর্তা আল আমিন প্রমুখ। বেসরকারী উন্নয়ন সংযোগী সংস্থা আমরা কাজ করি (একেকে) বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ প্রকল্পের আওতায় চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ৩০৪ জনের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button