
পতাকা ডেস্ক: প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কিংবদন্তি টেলিভিশন উপস্থাপক ফজলে লোহানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে তাঁর প্রতিষ্ঠিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদল’।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুবউল্লাহ। সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মসলেহ উদ্দিন খান মজলিস, প্রখ্যাত আলোকচিত্রী মীর শামছুল আলম বাবু, সংগঠক হাসানুল বান্না প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের আলোচনায় ফজলে লোহানীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন—বিশেষ করে সাংবাদিকতা, সাংস্কৃতিক আন্দোলন ও টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে সমাজচেতনা সৃষ্টিতে তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা শেষে ফজলে লোহানীর জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান “যদি কিছু মনে না করেন”-এর সংকলিত কয়েকটি পর্বের প্রামাণ্য ভিডিও প্রদর্শিত হয়।




