sliderস্থানীয়

প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন সভাপতি টুকুন সম্পাদক তৌহিদুর

যশোর প্রতিনিধি: প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে পঞ্চমবারের মতো সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ ইসহাক।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও শেখ দিনু আহমেদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক আব্দুর কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। কার্যনির্বাহী সদস্য ৬টি পদে বিজয়ীরা হলেন- শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুল। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন যুগ্ম সম্পাদক এসএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ।

প্রসঙ্গত, প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল গেল বছরের ৩০ নভেম্বর। কিন্তু প্রেস ক্লাবের ভোটাধিকারের বিষয়ে সাবেক একজন সদস্য আদালতে চ্যালেঞ্জ করলে নির্বাচনটিতে ভোটের ১৪ ঘণ্টা আগে ভোটগ্রহণ স্থগিত করেন বিচারক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button