জেলা প্রতিনিধি : জয়পুরহাটে “প্রেস ক্লাব জয়পুরহাট”এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় চিএারোড, বৈরাগীর মোড়ে কার্যালয়ে এ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবে বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফাকে সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর ও বাংলা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি এস এ টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও, সহ-সাধারণ সম্পাদক আনন্দ টিভির জেলা রির্পোটার নাহিদ আখতার, কোষাধ্যক্ষ দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রাকিব,দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি জনি সরকার,প্রচার সম্পাদক এশিয়ান টেলিভিশনের জয়পুরহাট রির্পোটার নেওয়াজ মোর্শেদ নোমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মিলন রায়হান, কার্যনির্বাহী সদস্য জেলা প্রতিনিধি দৈনিক ডেল্টা টাইমস এর তাহরিম আল হাসান, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি আনিছুর রহমান বিটন,দৈনিক দেশ সেবার জেলা প্রতিনিনি মাহফুজ রহমান রিভু।
আগামী দিনে এ জেলার প্রকৃত মাঠের সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে একটি পরিচ্ছন্ন ও শক্তিশালী সাংবাদিক সংগঠনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা।