প্রিন্সেস ডায়ানার বিরল ছবি
![](https://pataka24.com/wp-content/uploads/2020/11/diana.jpg)
ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার বিরল একটি ছবি প্রকাশ করেছেন তার ফ্যাশন হাউজের সহপ্রতিষ্ঠাতা জিয়ানকার্লো জিয়ামেট্টি। ছবিতে ডায়ানাকে বিকিনি পরা দেখা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ডায়ানার এই ছবি আগে কখনো দেখা যায়নি। ১৯৯০ সালের দিকে ইতালিতে ছবিটি তোলা বলে ধারণা করা হচ্ছে।
১৯৮১ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম সন্তান প্রিন্স চার্লসকে বিয়ে করার পর তিনি প্রিন্সেস অব ওয়েলস হিসেবে পরিচিত হন। ১৯৯৬ সালে বিবাহবিচ্ছেদের আগে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি নামে তাদের দুই সন্তানের জন্ম হয়। পরের বছর ১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার মৃত্যু হয়।
নতুন ছবিতে ডায়ানাকে প্রিস্লাভের যুবরাজ কিরিলের পাশে ড্রিংকস হাতে দেখা গেছে।
বিবিসি প্যানারোমাকে ১৯৯৫ সালে ডায়ানার দেওয়া একটি সাক্ষাৎকার নিয়ে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সাক্ষাৎকার গ্রহণকারী মার্টিন বশির ভূয়া কাগজপত্র দেখিয়ে ওই সাক্ষাৎকার নিয়েছিলেন। এখন বিবিসি সেই সাক্ষাৎকারের সত্য সন্ধানে তদন্ত করবে।
কেনসিংটন প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এ তদন্তকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘স্বাধীন এ তদন্ত সঠিক পথের দিকে একটি পদক্ষেপ। এর মাধ্যমে অবশ্যই প্যানারোমা সাক্ষাৎকারের পেছনের সত্য ও বিবিসির সেই সময়কার সিদ্ধান্ত গ্রহণকারীদের পদক্ষেপের বিষয়টি প্রতিষ্ঠিত হওয়া উচিত।’