আবু তালহা তোফায়েল,সিলেট: কেন্দ্রীয় ছাত্র জমিয়তের জাতীয় সীরাত সম্মেলন সফলের লক্ষ্যে ও প্রাক্তন ছাত্রনেতাদের সাথে মতবিনিময় সভা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ২ টায় নগরীর শিবগঞ্জ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি হাফিজ জাকির হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে প্রাক্তন ছাত্রনেতারা বলেন, ছাত্র জমিয়ত একটি আদর্শিক কাফেলার নাম। সবসময় আদর্শের প্রতিযোগিতায় শীর্ষে থাকবে ছাত্র জমিয়ত। স্লোগানে আছে “ব্যক্তিগঠন”, যোগ্যতা-অভিজ্ঞতা ও উত্তম চরিত্রের সমন্বয়ে এই সংগঠন এগিয়ে নিতে হবে এবং সংগঠনের নেতৃত্বে এই গুণের অধিকারী যারা তারাই বসবে।
মতবিনিময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, সাবেক ছাত্রনেতা নূর আহমদ কাসেমী ও এবাদুর রহমান কাসেমী, সাবেক সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, সুহাইল আহমেদ, সাবেক জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, সাবেক সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি বাহাউদ্দীন বাহার, মাওলানা রফিক মহল্লি, সাবেক ছাত্রনেতা মুহিব্বুল্লাহ, রেজাউল করিম, জাকারিয়া আহমদ, রফিক আহমদ, আবুল হাসানাত, নুরুল ইসলাম, উবায়দুল্লাহ দরবস্তী, নজরুল ইসলাম, হাফিজ সুহাইল, প্রমুখ।
মতবিনিময়ে সাবেক ও বর্তমান ছাত্র জমিয়তের অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।