sliderখেলা

প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত

মুম্বাইয়ে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে দিনের অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালভাবেই সেরে নিয়েছে ইংল্যান্ড।
শনিবার প্রস্তুতি ম্যাচের টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ওয়ানখেড়ে স্টেডিয়ামে সফরকারীরা ১৯৬ রানের বিশাল ইনিংস গড়ে তুলে। ৪৪ বলে ৬৭ রান করে সর্বাধিক রানের মালিক হয়েছেন জেপি ডুমিনি। তার অসাধারণ ব্যাটিংয়ে ছিল ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি। রিটায়ার্ড হার্ট হওয়ার আগ পর্যন্ত বাঁহাতি ব্যাটসম্যান কুইনটন ডি কক করেছেন ৫৬ রান। তিন উইকেট নিয়েছেন হারদিক পান্ডে।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা (১০) ও বিরাট কোহলি (১) দ্রুত সাজঘরের পথ ধরলে ভারতের জন্য ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়ে। যদিও শিখর ধাওয়ানের ৭৩, সুরেশ রাইনার ৪১ ও অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনীর ৩০ রানে ভর করে ভারত ভালোই লড়াই করেছিল। কিন্তু ৩ উইকেটে ১৯২ রানে ভারতীয় ইনিংস থেমে গেলে চার রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
এর আগে দিনের শুরুতে অপর ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং থেকে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬৩ রানে ভর করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। উইলিয়ামসনের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। ব্ল্যাক ক্যাপসদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রস টেইলর। ১৯ রানে অপারজিত ছিলেন এই হার্ড হিটিং ব্যাটসম্যান। লেগ স্পিনার আদিল রশিদ ইংল্যান্ডের হয়ে মাত্র ১৫ রানে নিয়েছেন তিন উইকেট।
জবাবে ইংল্যান্ডের হয়ে দারুন সূচনা এনে দেন ওপেনার জেসন রয়। ৩৬ বলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সহায়তা রয় করেছেন ৫৫ রান। এছাড়া এ্যালেক্স হেলসের ৪৪ রানের কল্যাণে ইংল্যান্ড চার বল হাতে রেখেই ৪ উইকেটের বিনিময়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়।
আগামী মঙ্গলবার এবারের আসরের সুপার টেনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। পরের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

Related Articles

Leave a Reply

Back to top button