দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল প্রবীণদের অংশ গ্রহণে এক প্রীতি টবল খেলার আয়োজন করা হয় তিতাস উপজেলার মৌটুপী ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে।পঞ্চাশোর্ধ বয়সীদের নিয়ে এই খেলায় লাল দল একাদশকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে হলুদ দল একাদশ জয়লাভ করে। খেলায় দর্শক ছিলেন খেলোয়াড়দের পরিবারের নারীপুরুষ, নাতি- নাতনী, পাড়াপ্রতিবেশি ও শুভাকাঙ্খী আত্মীয় স্বজন। ধারাবিবরণী প্রদান করেন রফিকুল ইসলাম ও আলমগীর ভুইয়া ও রেফারি ছিলেন মনির হোসেন। সেরা খেলোয়াড় হিসেবে মোঃ রমিজ উদ্দিন মাস্টার (বিজয়ী দলের দলনায়ক)কে বিশেষ পুরস্কার দিয়ে অভিনন্দিত করেন অতিথি বৃন্দ। ট্রফি বিতরণ করেন লাল দলের দলনায়ক বিশিষ্ট সমাজ সেবক মৌটুপী ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মোঃ শাহ আলম সরকার, ইউপি সদস্য শামীম খান, সংরক্ষিত মহিলা মেম্বার ডলি রোকসানা, বিভাগ সেরা কুস্তিগীর মোঃ রাসেল ও মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।