প্রবাসীর স্ত্রীকে অনৈতিক সম্পর্কের অভিযোগ দিলেন মাতব্বররা

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে নগদ ৫০ হাজার টাকা ও পালের গরু ছিনিয়ে নিলেন মাতব্বররা। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে।
গত সোমবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জিয়াসমিনের সাথে কথা বলে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর পাশর্^বর্তী সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার আলামিন ভুক্তভোগীর বাড়িতে বেড়াতে আসেন। রাতে প্রতিবেশী সেলিম স্থানীয় লোকজন নিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ওই নারী ও আলামিনকে আটক করে। সেই সাথে আলামিনকে মারধর করে অনৈতিক কাজের স্বীকারোক্তি আদায় করেন তারা। ভোররাতে সাবেক ইউপি মেম্বার আরিফুর ইসলামের নেতৃত্বে সালিশ বৈঠকে দু,জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার নগদ ৫০ হাজার টাকা আদায় করলেও বাকী ৫০ হাজার টাকার জন্য পালের একটি গরুও ছিনিয়ে নেন তারা। গরুটি ঔ এলাকার সিরু মিয়ার পুত্র আব্বাছের বাড়ি রাখা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, আলামিন সম্পর্কে আমার বিয়াই। বাড়ি থেকে রাগ করে আমার বাড়িতে বেড়াতে আসে। আর এ সুযোগে আরিফ মেম্বার ও সেলিমসহ অন্যান্যরা মিথ্যা অপবাদ দিয়ে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ও সদ্য কেনা একটি গরু নিয়ে যায়। তবে বাকী ৫০ হাজার টাকা পরিশোধ করলে গরুটি ফেরত দিবেন বলে জানান।
এ ব্যাপারে আরিফ মেম্বার বলেন, ঘটনাটি আমি শুনেছি। এর সাথে আমি জড়িত না। এদিকে অভিযুক্ত প্রতিবেশী সেলিমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।