sliderস্থানীয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৮৬ হাজার টাকার অনুদান দিলেন ভিয়াইল সেচ্ছাসেবক দল

পি. কে রায়,চিরিরবন্দর প্রতিনিধি: প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য ৮৬ হাজার দুই টাকার অনুদান জমা করেছে ভিয়াইল ইউনিয়ন সেচ্ছাসেবক দল।

বুধবার (২৮ আগস্ট) এ অনুদান সোনালী ব্যাংক লিঃ চিরিরবন্দর শাখা, দিনাজপুর এ “প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল” হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩ প্রদান করা হয়।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যাদুর্গত অসহায় মানুষদের সাহায্যার্থে ভিয়াইল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সম্মানিত পৃষ্ঠপোষক এবং ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ, সংগৃহিত অনুদানকৃত অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেন।

এ সময় ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভিয়াইল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রাজ্জাক শাহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সর্বস্তরের জনসাধারণকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য যে, গত ২৪ আগস্ট ভিয়াইল ইউনিয়ন সেচ্ছাসেবক দল দেশের চলমান বন্যা পরিস্থিতি ও বন্যা কবলিত এলাকার মানুষের দূর্ভোগ দেখে একটি দল গঠন করে বন্যার্তদের পাশে দাঁড়াতে অনুদান সংগ্রহ করেন।

এসময় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ নিজেই ১০,০০০/ (দশ হাজার) টাকা দিয়ে অনুদান সংগ্রহের উদ্বোধন করেন এবং উপস্থিত সকলেই যে যার সামর্থ অনুযায়ি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
উক্ত অনুদান সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুরেন্দ্র নাথ রায়, ইউপি সদস্য লোকনাথ রায়, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ডাক্তার হাসিনুর রহমান, মুকন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেমন্ত কুমার রায়, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, সাংবাদিক বেলাল হোসেনসহ ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Back to top button