sliderস্থানীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে নগরকান্দায় প্রস্তুতি সভা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: আগামী ১০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভাংগা স্টেডিয়ামের জনসভা সফল করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় তৃণমূল আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) রাত ৮টায় তৃণমূল আওয়ামী লীগের আয়োজিত উপজেলার ফুলসূতি আব্দুল আলিম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। আমরা বৃহত্তর ফরিদপুর এবং দক্ষিণবঙ্গের পদ্মা সেতু ও পদ্মা সেতু রেল সংযোগ সুবিধাভোগী। তাই আগামী দশই অক্টোবর জনসভায় জনসমুদ্রে পরিণত করব। তাই ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক আরিফ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আগামী ১০ তারিখে তাদের দিকনির্দেশনায় তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মী দলে দলে যোগ দিয়ে জনসভায় জনসমুদ্র পরিণত করে জনসভা সফল করার আহবান করছি।

Related Articles

Leave a Reply

Back to top button