
মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি :ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল উদ্ধারসহ পুনঃখনন কাজে ১৩শ কোটি টাকা ব্যায়ের উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী কতৃক শুভাঢ্যা খাল উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জে তৈরী পোষাক পল্লীর কালিগঞ্জ গুদারাঘাটে এক উন্নয়ন সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা ফয়সল বিন করিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ,জালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন শুভাঢ্যা খালের দুই পাড়ে অবৈধ দাখলদার উচ্ছেদ ও সংস্কারে এ প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। প্রথম পর্যায়ে ৩শ ১৭ কোটি টাকা ব্যয়ে শুভাঢ্যা খালের ১৪ কিলোমিটার পর্যন্ত দখলদার উচ্ছেদ ও পুনঃখননের কাজ হবে।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি-জামাত জোট শুভাঢ্যা খালের উপর জোড়পূর্বক মার্কেট নির্মাণ করে দখল করে রেখেছে, তাই জনগণ যাতে স্বস্তির নিশ্বাস ফলতে পারে সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। জনগণের কল্যাণই এ প্রকল্পের মুল উদ্দেশ্য বলে জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর পক্ষে শুভাঢ্যা খাল সংকার কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন বিদ্যুৎ,জালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন,প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধ মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি প্রমূখ ।