sliderজাতীয়শিরোনাম

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স : মানিকগঞ্জের ৪ উপজেলার শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জের সদর. শিবালয়, দৌলতপুর ও সিংগাইর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ( ২৭ আগস্ট ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে যুক্ত হয়ে মানিকগঞ্জের ৪ উপজেলার শতভাগ বিদ‍্যুতায়নের স্বীকৃতি স্বরুপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালাম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মো: সিদ্দিকুর রহমান, পিজিসিবির নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো: গিয়াস মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও একজন শিক্ষকের সাথে ভিডিও কনভারেন্সের মাধ্যমে কথা বলেন।
প্রসংগত, এরআগে ঘিওর, সাটুরিয়া ও হরিরামপুর এই তিনটি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button