sliderস্থানীয়

প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে অগ্রগতি,চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার

রংপুর ব্যুরো: রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা বলেছেন,সরকার নিবাচনী ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র দিয়েছেন,তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগ সমূহের অগ্রগতিতে দেশ ক্ষুধা,দারিদ্রমুক্ত বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিধানে দেশ বিশ্বে মাথা উচু করে এগিয়ে যাচ্ছে। যা বঙ্গবন্ধুর স্বপ্নই বিস্তৃতভাবে প্রধানমন্ত্রীর এই ১০ উদ্যোগে পরিক্ষিত হচ্ছে। তাই বর্তমানে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বাস্তবায়নে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ প্রেম,দায়িত্ব ও কর্ত্তব্য,সচ্ছতা ও জবাবদিহিতার সাথে নিজ অবস্থান থেকে আন্তরিক হলে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ সফল হবে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য,স্থানীয় সরকারের পরিচালক বজলুল রহমান,জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুদা,পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (রংপুর সার্কেল) তত্তাবধায়ক প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা, ও মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আবু বকর সিদ্দিক। এতে সরকারি উর্দ্ধতন কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,প্রতিবন্ধি,নাগরিক প্রতিনিধিরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button