
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা রেজাউর রহমান খান জানুর ব্যক্তি উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আরিচা ঘাটে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা রেজাউর রহমান খান জানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুধীব ঘোষ বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক আলী আহসান মিঠু, আসলাম মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুল, কৃষি বিষয়ক সম্পাদক মানিক, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক পিন্ঠু, সহ প্রচার সম্পাদক মো: লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসানাত আওয়াল প্রমুখ।