sliderস্থানীয়

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুর আ’লীগের বিক্ষোভ সমাবেশ

রংপুর ব্যুরোঃ রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুরে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২২ মে) বেলা সাড়ে ১১ টায় নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। রংপুর জেলা আওয়ামীলীগের যগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য জোরালো আহবান জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মহিলালীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, যুব মহিলালীগ, মৎস্যজীবীলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Back to top button