
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, প্রতিনিধি: প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে প্রাণ নাশের হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক “আবু সাঈদ চাঁদ” কে সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও উপজেলা কমান্ডের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ(২৫ মে) বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় মানববন্ধনে মুক্তিযোদ্ধাবৃন্দসহ নেতারা সম্মিলিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির তীব্র নিন্দা ও হুমকিদাতাকে দ্রুততম সময়ে গ্রেফতার ও বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে মানববন্ধনে নেতৃত্ব দেন সাবেক জেলা কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, সাবেক ডিপুটি কমান্ডার আবুল কালাম বীরবিক্রম, টাঙ্গাইল জেলা মেয়র এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য সখীপুর পৌর সভার তিন বারের মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মুক্তিযোদ্ধা এম.ওসমান গনি এবং বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাগণসহ টাঙ্গাইল ইউনিট কমান্ড ও উপজেলা কমান্ডের সিনিয়র সাবেক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধার সন্তানগণ প্রমুখ।