sliderস্থানীয়

প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিয়ন গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১ম শেনীতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ আবু সাদাদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোরে নলডাঙা পৌরসভার ০৬ নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাদাদ নলডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন ও ধোপাপুকুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। রবিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার।

প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, অভিযুক্ত মোঃ আবু সাদাদ (৩৫) বিদ্যালয়ে পিয়নের চাকুরীর পাশাপাশি কোমলমতি শিশুদের দেখাশোনা করত। ভুক্তভোগী ওই শিশু শিক্ষার্থী সাদাদকে মামা বলে ডাকতো। গত ২ অক্টোবর সকাল ৬টার দিকে বিদ্যালয় মাঠে খেলা করছিল ওই শিশু। এসময় সাদাদ ওই শিশুকে ডেকে নিয়ে তৃতীয় শ্রেনীতে নিয়ে গিয়ে শিশুটির মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই ছাত্রী বাড়ী গিয়ে বিষয়টি তার বাবা মাকে বলে দেয়। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত আবু সাদাদ ভুক্তভোগীর বাবা মাকে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি দফারফা করার চেষ্টা চালায়। কিন্তু ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করার ১২ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে র‌্যাবের সদস্যরা। পরে গ্রেফতারকৃতকে আইনি প্রক্রিয়াশেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button