আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ আমরা রাজপথে ছিলাম সরকার পতনের আগেও আমরা ছিলাম তার সুবাদে অনেকবার গ্রেপ্তার হয়েছি জেল খেটেছি। তার পরে আমরা সফলতা পেয়েছি । শেখ হাসিনার যে দুঃশাসন সেগুলোর বিচার কিন্তু জনগণ করে দিয়েছেন । ওর পতন হওয়ার সাথে সাথে আওয়ামী লিগের রাজনীতি ও শেষ হয়ে গেছে। আমাদের তৃনমুলের অনেক কর্মী গ্রেপ্তার হয়েছে । আওয়ামীলীগের যারা রয়েছেন আপনারা তো একই গ্রামে একই এলাকায় একসাথে বড় হয়েছেন চা খেয়েছেন তারাপরও তাকে তালিকা করে ধরিয়ে দিয়েছেন । আমাদের জননেতা তারেক রহমান বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না । নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে এ মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এর সঞ্চালনায় ও তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও গণেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম নাজমুল হক নাজু, মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকুসহ তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়