ঢাবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইকে’ কর্মসূচির তৃতীয় দিনে শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের প্রতিবিপ্লবকে রুখে দিতে শাহবাগে অবস্থান নিয়েছেন। এ ছাড়া দেশের অন্যান্য জেলায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
গতকাল পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে শাহবাগে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সারা দিনব্যাপী তারা সেখানেই অবস্থান করে। মাঝেমধ্যে শিক্ষার্থীদের ঝটিকা মিছিল দিতে দেখা যায়। তথ্য প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে অবস্থান ছিল শিক্ষার্থীদের। এ ছাড়াও, কর্মসূচিতে মহানগর নাট্যগোষ্ঠীর পরিবেশনায় গান, কবিতা ও নাটক মঞ্চায়ন করা হয়। এ সময়, চার দফা দাবি পেশ করে শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি চলাকালীন প্রতিবিপ্লব ঠেকাতে বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা ।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো :
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদেরকে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে নির্বাচনের আয়োজনে চাপ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, অতীতের রাজনৈতিক দ্বন্দ্বকেও ভারতীয় মিডিয়া সাম্প্রদায়িক হিসেবে প্রকাশ করেছে। দেশের গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মোদির মাধ্যমে নির্বাচন করতে চায়। দেশের সার্বভৌমত্বকে যারা বিতর্কিত করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অস্তিত্ব রাখবে না। এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বয়ক এইচএম মঈন বলেন, স্বাধীন দেশে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে আমাদের জীবন যাক কিন্তু নতুন প্রজন্মের রক্ত যেন না ঝরে। নতুন প্রজন্ম যেন শান্তিতে বসবাস করে সেটা নিশ্চিত করতে চায়।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীতে শিক্ষার্থীদের মার্চ ফর জাষ্টিস কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ও নোয়াখালীর সর্বস্তরের ছাত্রজনতা আয়োজনে এ কর্মসূচি পালন করে। জেলা শহরের মাইজদী বাজার এলাকা থেকে মার্চ ফর জাষ্টিসের মিছিল শুরু হয়ে নোয়াখালী পৌর বাজারের সামনে এসে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।