পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে জেলা জামায়াতের উদ্যোগে মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা ওরিয়েন্টেশন ২০২৫ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব তাফাজ্জল হোসেন ফরিদ এর সভাপতিত্বে, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বলেন, একজন যোগ্য দায়িত্বশীল অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করে ইসলামের পথে পরিচালিত করবেন, জনগনের মাঝে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ও ভয়-ভীতি দূর করবেন, নামাজ কায়েম করবেন যাকাত প্রদানের উদ্বুদ্ধ করবেন। এভাবে যোগ্যতার সাথে ইসলামিক সমাজ বিনির্মাণে সমাজ সংস্কার করবেন। জনগণের সামনে ইসলামের যুগ উপযোগী করে উপস্থাপন করবেন।
দেশ পরিচালনার যোগ্যতা নিয়ে জামায়াতে ইসলামের যে ভূমিকা সেটা মানব সেবায় নিয়োজিত করতে হবে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, রাসূলুল্লাহ (সা:) এর দেশ পরিচালনাকে অনুসরণ করতে হবে, কোরআন হাদিস অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রত্যেকটি কর্মীকে তৈরি হতে হবে, জামাতে ইসলামের প্রত্যেকটি কর্মীকে সৎ ও নিষ্ঠাবান হয়ে সমাজের প্রত্যেকটি কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। আমাদের নবী (সা:) যেভাবে মানব সেবা করেছেন আমাদের ঠিক তেমনি মানব সেবায় ঝাপিয়ে পড়তে হবে। ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হলে আগে নিজেকে ইসলামের আইন অনুসারে তৈরি করতে হবে। সৎ যোগ্য ও নিষ্ঠাবান মানুষ তৈরি হলেই তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল মহানগরীর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর দেশ প্রেম ও দেশ পরিচালনার যোগ্যতা বিষয়ে তিনি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ওরিয়েন্টেশন প্রোগ্রামের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং শিক্ষা গ্রহণ করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
দেশ পরিচালনার যোগ্যতা শীর্ষক আলোচনায় পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম সহ জামায়াতে ইসলামীর অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।