
ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে হলিডে মার্কেট স্থাপনের জন্য কাউন্সিলদের নির্দেশ দিয়েছেন মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার এক অনুষ্ঠান থেকে তিনি এ নির্দেশ দেন। তবে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়-৪ (মিরপুর) এর মাঠে এখন থেকে দু’দিন হলিডে মার্কেট বসবে বলে তিনি জানান।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রদত্ত ৮২ টি ‘নিরাপদ পথ-খাবার বিক্রয়ের গাড়ি’ বিতরণ উপলক্ষে মিরপুর আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডেভিড দুলান।
অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস এম এম সালেহ ভূঁইয়া, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক বক্তব্য রাখেন।
মেয়র বলেন, আগামী এক মাসের মধ্যে আরো ১৯৩ টি গাড়ি পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
মেসবাহুল ইসলাম বলেন, যাদেরকে গাড়ি দেয়া হলো তারা সবাই সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স পাবেন। তাই খাবার মানের বিষয়ে তাদেরকে সব সময় সজাগ থাকতে হবে।
ডেভিড দুলান আশা প্রকাশ করে বলেন, ঢাকা শহরও ব্যংকক নগরীর মত পথ-খাবারের দিক দিয়ে একটি অনন্য নগরীতে পরিণত হবে। এ ছাড়া সংস্থাটির পক্ষ খেকে বিক্রেতাদের তদারকী করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।