slider

প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও হাফেজিয়া নূরানীয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আঃ মান্নান ও মাদ্রাসার শিক্ষকসহ বর্ডিং এর ছাত্ররা।

ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে, এলাকার মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গেছেন, ও সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাদ্রাসার পরিচালক মোঃ খোরশেদ আলম।

প্রতিষ্ঠাতা ও সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দলমত নির্বিশেষে একটি সংগঠন গঠন করা হয়, একা একজনের পক্ষে যে কাজ করা সম্ভব নয়, তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সেই কাজ করলে কাজ সহজ হয়ে যায়, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য থাকে গরীব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা, উন্নয়ন মুলক কাজ করার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ইত্যাদি, শুধু পদপদবি নিয়ে বসে থাকলে হবেনা, সংগঠনকে এগিয়ে নিতে হলে কাজ করতে হবে, তিনি সংগঠনের সকল সদস্যদের উদ্দেশ্য করে বলেন, প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন তাই নিজেদের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button