sliderকৃষকশিরোনাম

প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের মৃত্যুবার্ষিকী পালিত

পতাকা ডেস্ক : আজ ৭ নভেম্বর ২০২২ সোমবার বাংলাদেশ কৃষক আন্দোলনের প্রাণ পুরুষ, ভূমি আন্দোলনের পথিকৃৎ, গণ—বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ কৃষক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৬তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন জেলায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ কিষাণী সভা, বাংলাদেশ আদিবাসী সমিতি ও বাংলাদেশ ভূমিহীন সমিতির আয়োজনে ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ ৭ নভেম্বর ২০২২ইং কেন্দ্রীয় উদ্যোগে পটুয়াখালী জেলার দশমিনায় গ্রামের বাড়ীতে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, বাদ জোহর দোয়া, সাধারণ খানা, র‌্যালী ও দশমিনা উপজেলা সদর বাজারস্থ মানিক মিয়া চত্বরে বিকাল ৩টায় বাংলাদেশ কিষাণী সভা আলোচনা সভা হয়।


বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী ও দশমিনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম, প্রধান বক্তা বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের ভোলা জেলার নেতা আবদুল মালেক মেম্বার ও আলম বাচ্চু, দশমিনা উপজেলা শাখার সভাপতি নয়া মিয়া সিকদার ও সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ দাস, সিরাজ খা প্রমূখ।
সভায় বক্তারা নিম্নোক্ত দাবীসমূহ সরকারের নিকট উত্থাপন করেন—
১) কৃষি খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান প্রদান করতে।
২) খাস জমির ভুয়া বন্দোবস্ত বাতিল করতে হবে।
৩) কৃষি খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করতে হবে।
৪) জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button