sliderস্থানীয়

পোল্ট্রি সেক্টরের উত্তরণ ও প্রান্তিক খামারিদের উৎপাদনে ফিরিয়ে আনতে মানববন্ধন

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ডিম-মুরগির ন্যায্য মূল্য বাস্তবায়ন, মুরগির বাচ্চার সংকট সমাধান,ফিড ও মুরগির বাচ্চার ন্যায্য মূল্য নিশ্চিত করন, প্রান্তিক খামারিদের উৎপাদনে ফিরিয়ে আনা সহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর আগে তারা ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে একটি বিক্ষোভ সভার আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ) ঠাকুরগাঁও জেলা শাখার সভপাতি জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক জাবের আলী, প্রান্তিক মহিলা খামারি সুমি আক্তার প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে বাংলাদেশের পোল্ট্রি খাত নানা ধরনের সমস্যার সম্মুখিন হচ্ছে, যা বিশেষভাবে প্রান্তিক খামারিদের জন্য মারাত্মক প্রভাব ফেলছে। আর এ সুযোগে বড় খামারি ও ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দেশের ডিম ও পোল্ট্রির বাজারকে অস্থিতিশীল করে তুলছে। প্রধান উপদেষ্টা ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, “সব ধরনের পোল্ট্রি জিনিসের বাজার দর নিয়ন্ত্রণ করে প্রান্তিক খামারিদের ফিরিয়ে আনা, ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট ভাঙ্গা, প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা, খামারিদের উৎপাদন খরচ কমাতে বিদ্যুৎবিল বিবেচনায় নেয়া, খামারিদের জন্য সরকারিভাবে বিক্রয়মূল্য নিয়ন্ত্রণ ও বাজার বিশ্লেষণ সেবা চালু সহ আমাদের ৬ দফা দাবি মেনে তা বাস্তবায়ন করেন। দেখবেন সিন্ডিকেটের কালো হাত নষ্ট হয়ে বাজার নিয়ন্ত্রনে এসে জনমনে স্বস্তি ফিরবে।” এসব দাবি মানা না হলে আগামীতে প্রান্তিক খামারিরা বড় পরিসরে বিক্ষেভ করতে বাধ্য হবে বলে হুশিয়ারী করেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button