sliderরাজনীতিশিরোনাম

পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

সংবাদদাতা, গাজীপুর : পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আজ রোববার এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা বাইপাস থেকে শুরু হয়ে ভোগড়া বাসন সড়কে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী মো: হোসেন আলী ও মো: আফজাল হোসাইন।
এসময় বক্তারা বলেন, বিনা ভোটের সরকার জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই।সরকার দলীয় লোকেরা লুটপাট দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ছে। তাদের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় গড়ে উঠেছে সিন্ডিকেট চক্র। এই দুষ্টচক্রের হাতে জিম্মি বাজার ব্যবস্থা। কৃত্রিম সংকট সৃষ্টি করে ৩০/৪০ টাকার পেঁয়াজ আজ ৩০০ টাকায় কিনতে হচ্ছে। অথচ সরকার এই ব্যাপারে কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না।
নেতৃবৃন্দ অবিলম্বে পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করতে কার্যকর ভূমিকা গ্রহন করতে সরকারের প্রতি দাবি জানান।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা আবু সিনা মামুন, আবু ত্বকি, হাফেজ আব্দুল মোত্তালিব, আশরাফ আলী কাজল, শ্রমিক নেতা নূরে আলম, ছাত্রনেতা মো: জহির উদ্দিন ও শাকের আহমদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button