
এর আগে সুস্মিতার ৪৩তম জন্মদিনে ভালোবাসার বার্তা দিয়ে ভক্ত ও অনুরাগীদের মুগ্ধ করেছিলেন রহমান। আর এবার রহমানের ২৮তম জন্মদিনে আদুরে শুভেচ্ছাবার্তা ও দৃঢ় বন্ধনের ভিডিও শেয়ার করে সাড়া জাগালেন সুস্মিতা। দুজন আলাদা মানুষ হলেও তাঁদের একটাই আত্মা!
প্রেমিকের জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম ডায়েরিতে নতুন পাতা সংযোজন করলেন সুস্মিতা সেন। ভিডিওতে দেখা যাচ্ছে, দুজন একসঙ্গে ওয়ার্কআউট করছেন। আর পরস্পরকে আলিঙ্গনের ছবি দিয়ে লিখেছেন অসাধারণ ক্যাপশন।
‘শুভ জন্মদিন, আমার রুহ! পৃথিবীর সব আনন্দ তোমার বাহুডোরে বাঁধা থাক। তুমি দুহাত দিয়ে তাদের আগলে রেখো! দুটি মন হলেও আত্মা একটাই। কী সুন্দর বছর অপেক্ষা করছে! আমি তোমাকে ভালোবাসি! সুস্বাস্থ্য ও আনন্দ লাভ করো,’ লেখেন সুস্মিতা।
ভিডিওতে দেখা যাচ্ছে, যোগাসনে বসে রহমান সুস্মিতার ভার বহন করছেন আর ব্যায়াম চালিয়ে যাচ্ছেন সুস্মিতা। এ ভিডিওর ক্যাপশনটিও অসাধারণ। সুস্মিতা লিখেছেন, ‘বিশ্বাসের সঙ্গে ভারসাম্য রাখছি আর আভিজাত্যের সঙ্গে তাল মেলাচ্ছি। তোমার সঙ্গে জীবন যেন কবিতার মতো। বার্থডে বয়। সব সময় হাসিখুশি থেকো। তোমাকে ভালোবাসি, রহমান শাল।’
সুস্মিতার এই ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।
বেশ কয়েক বছর ধরে মডেল রহমান শালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুস্মিতা সেন। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তাঁদের নানা ছবি পোস্ট করতে দেখা যায়। তা ছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে যান তাঁরা। সুস্মিতার দুই মেয়ের সঙ্গেও বেশ মানিয়ে নিয়েছেন রহমান।
সম্প্রতি এস এস রাজামৌলির ছেলে কার্তিকেয় ও পূজা প্রসাদের বিয়েতেও সুস্মিতা-রহমান একসঙ্গে গিয়েছিলেন। সেখানে তাঁদের সঙ্গে যান সুস্মিতার মা-বাবা ও দুই মেয়েও।
অসংখ্য জনপ্রিয় হিন্দি সিনেমা আছে সুস্মিতা সেনের ঝুলিতে। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল বাংলা ছবি ‘নির্বাক’-এ। আর রহমান শাল নামকরা ডিজাইনার সব্যসাচীসহ অনেকের সঙ্গে কাজ করছেন। সূত্র : এনডিটিভি