sliderবিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বুর্জ খলিফার ন্যায় গ্রহাণু

আগামী ১৪ সেপ্টেম্বর বিশাল এক গ্রহাণু পৃথিবী ঘেঁষে তীব্র গতিতে উড়ে যাবে। এমনটাই পূর্বাভাস করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রহাণুটি চওড়ায় ২৯০ থেকে ৬৫০ মিটার এবং উচ্চতায় প্রায় ৮২৮ মিটার, অর্থাৎ তার আকৃতির সঙ্গে মিল রয়েছে বিশ্বের বৃহত্তম অট্টালিকা বুর্জ খলিফার।
নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ বা সিএনএওএস জানায়, দুই হাজার কিউডাব্লিউ৭ নামের গ্রহাণুটি ঘণ্টায় ২৩ হাজার ১০০ কিমি গতিবেগে নীল গ্রহের পাশ দিয়ে ছুটে যাবে। তবে ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার এই সংস্থা জানিয়েছে, বিশাল আকৃতির গ্রহাণুটি পৃথিবী থেকে ৫৩ লক্ষ কিমি দূর দিয়ে উড়ে যাবে বলে বিপদের আশঙ্কা নেই।
পৃথিবীর মতোই দুই হাজার কিউডাব্লিউ৭ সূর্যকে প্রদক্ষিণ করে এবং মাঝেমাঝেই তার কক্ষপথকে অতিক্রম করে। এর আগে ২০০০ সালের ১ সেপ্টেম্বর গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের কাছাকাছি এসেছিল বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর পর ২০৩৮ সালের ১৯ অক্টোবর তাকে ফের এই গ্রহের কক্ষপথ অতিক্রম করতে দেখা যাবে।
গত সপ্তাহে স্পেস এক্স এবং টেসলা সংস্থার সিইও এলন মাস্ক টুইটারে জানান, বর্তমানে ‘খুনে’ গ্রহাণুদের ঠেকাতে পৃথিবীর হাতে কোনো অস্ত্র নেই। এই কারণে ২০২৯ সালে পৃথিবীর বুকে দিকে ধেয়ে আসা গ্রহাণু অ্যাপোফিসকে প্রতিরোধ করার সম্ভাবনা আপাতত নেই বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button