sliderস্থানীয়

পূজা মন্ডপ পরিদর্শন করলেন মমতাজ বেগম

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শন করলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সোমবার (২৩ অক্টোবর) রাতে সিঙ্গাইর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন মন্ডপ ঘুরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরে রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজা মন্ডবে বক্তব্য দেন।

মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক নেতা। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন আপনাদের পাশে থাকি যাতে আপনারা সুন্দরভাবে আপনাদের পূজা উদযাপন করতে পারেন। শেখ হাসিনা সবসময় চান হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের লোকজন যাতে সুন্দরভাবে তাদের ধর্ম পালন করতে পারেন। তিনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা ধর্মিও ভাবে আলাদা হতে পারি কিন্তু বাঙ্গালি জাতি হিসেবে আমরা সবাই এক। আমরা সবাই মানুষ। আপনাদের পাশে আমরা সবসময় আছি। যে কোন সমস্যার কথা আমাদের জানাবেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আপনাদের নিরাপত্তা দিতে রাত-দিন পরিশ্রম করছেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ,যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল হক,জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বল, কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ছালাম খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button