sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম
পুলিশের বাসে আত্মঘাতী হামলায় ৪০ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে পুলিশের সদ্য উত্তীর্ণ ক্যাডেটদের একটি কনভয়ে আত্মঘাতী হামলা হয়েছে। এখন পর্যন্ত ৪০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই নতুন পুলিশ সদস্য।
প্রশিক্ষণ শেষে গ্রাজুয়েশন অনুষ্ঠান থেকে ফেরার পথে পর পর দুটো হামলা হয়।
স্থানীয় গভর্নর হাজি মোহাম্মদ মুসা খান বিবিসিকে জানিয়েছে, হামলায় বহু লোক জখম হয়েছে।
তালেবান হামলার দায় স্বীকার করেছে।
আফগান পুলিশ এবং সৈন্যরা তালেবানের অন্যতম প্রধান টার্গেট। সপ্তাহখানেক আগে কাবুলে একটি বাসে একই ধরণের এক হামলায় ১৪ জন মারা যায়। সুত্র: বিবিসি