sliderরাজনীতিশিরোনাম

পুলিশি বাধায় ঐক্যফ্রন্টের শোকর‌্যালি পণ্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের নাগরিক র‌্যালিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকলে জোটের নেতারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা শেষ করে র‌্যালি করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন।
র‌্যালিতে অংশ নেন- ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।
শোকর‌্যালিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভীত হয়ে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে।
বাধার প্রতিবাদে চলতি মাসের ২২ তারিখ প্রতিবাদ সভার ঘোষণা দেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা রব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button