sliderউপমহাদেশশিরোনাম

পুরীর দিকে প্রবল বেগে ধেয়ে যাচ্ছে ফণী

পুরীর দিকে ২০০ থেকে ২৩৫ কিমি প্রতি ঘণ্টার বেগে ধেয়ে আসছে ফণী। ওড়িশা , পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা।ইতিমধ্যেই বেশিরভাগ পর্যটক পুরী ছেড়ে চলে গেছে। এদিকে, ঝড়ের আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল হয়ে গেছে।
মোট ১০৩ টি ট্রেন বাতিল
ফণীর জেরে মোট ১০৩ টি ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া-চেন্নাই কমণ্ডল এক্সপ্রেস, পাটনা-এরনাকুলাম এক্সপ্রেস, নয়া-দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস ,ভুবনেশ্বর -রামেশ্বরম এক্সপ্রেস।
প্রস্তুতি কতদূর?
ইতিমধ্যেই রেল সূত্রে বিভিন্ন বড় স্টেশনে বাতিল ট্রেনের তালিকা ঘোষণা করা হচ্ছে। যাতে যাত্রীদের কোনও দুর্ভোগের মধ্যে না পড়তে হয়। ভদ্রক ও বিশাবাখাপত্তনমের দিকের কিছু ট্রেনের দিক পরিবর্তন করা হয়েছে ফণীর আশঙ্কায়।
বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলের ইস্টার্ন রেল সূত্রের জানানো হয়েছে, এদিন বেলা ১২টার দিকে বিশেষ ট্রেন ছাড়বে পুরী থেকে শালিমার স্ট্রেশন পর্যন্ত। ফলে পর্যটকরা পুরী থেকে হাওড়ার দিকে চলে আসতে পারবেন। এরমধ্যে পড়বে কটক, জয়পুর, কেওঞ্ঝর, বালাসোর, খড়গপুর।

Related Articles

Leave a Reply

Back to top button