sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম
পুতিনের জন্মদিনে রাশিয়াজুড়ে বিক্ষোভ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন এবং বিরোধী নেতা নাভালনিকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে গতকাল শনিবার রাশিয়াজুড়ে বিক্ষোভ করেছে বিরোধীরা। দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
অলাভজনক একটি সংগঠন জানিয়েছে, ২৭টি শহর থেকে অন্তত ২৬২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে, পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গের বিক্ষোভ থেকে ১১ জনকে আটক করা হয়। পুতিনের ৬৫তম জন্মদিনে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন নাভালনি। বিক্ষোভকারীদের দাবি, ২০১৮ সালের মার্চের নির্বাচনে নাভালনিকে প্রার্থী হওয়ার সুযোগ দিতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বিক্ষোভ ছিল বেআইনি। নাভালনি এখন ২০ দিনের কারাদণ্ড ভোগ করছেন। ১৯৫২ সালের ৭ অক্টোবর জন্মগ্রহণ করেন পুতিন। রয়টার্স।