sliderস্থানীয়

পীরগাছায় একের পর এক অস্বাভাবিক হত্যা

রংপুর ব্যুরোঃ রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন রশিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১) ঘটনাস্থলেই নিহত এবং স্ত্রী জেসমিন আক্তার ও রুবাইয়া আক্তার (৪) গুরুতর আহত হয়েছে।রবিবার (১৯ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল রশিদুল ইসলামের। রবিবার সন্ধ্যায় তাঁদের মধ্যে আবারো ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে জিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে। এরপর রশিদুল ইসলাম বিষপান করে নিজেই নিজের গলা ছুরি দিয়ে কেটে ফেলেন। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রশিদুল, স্ত্রী জেসমিন ও অপর মেয়েকে দ্রুত উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠায়।
পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রশিদুল তাঁর স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।’

Related Articles

Leave a Reply

Back to top button