slider

পীরগাছায় পরকীয়ার জেরে স্ত্রীকে খুন করে থানায় স্বামীর আত্মসমর্পণ

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় পরকীয়ার জেরে নিজের স্ত্রী দুই সন্তানের জননী আয়েশা খাতুন (৩৫) কে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন মাঈনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি।
শুক্রবার (৩ জুন) ভোরে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামাড় নয়াবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর সকাল ৭ টার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন মাঈনউদ্দিন। মাঈনউদ্দিন একই এলাকার বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত দুই বছর যাবৎ আয়েশার সাথে অন্য একটি ছেলের পরকীয়া সম্পর্ক ছিলো। সেটি নিয়ে স্বামী স্ত্রীর মাঝে প্রায় ঝগড়াঝাঁটি হতো। স্বামী এবং তার পরিবার প্রায় স্ত্রী আয়েশা বেগমকে ভালো করার জন্য চেষ্টা করে আসছিলেন। গতকাল রাতে স্ত্রীর পরকীয়ার দেখতে পায় মঈনউদ্দি। পরে তাদের মধ্যে কথার কাটাকাটি এক পর্যায়ে স্বামী স্ত্রী আয়েশা বেগমকে সাবল দিয়ে নিজ হাতে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পরে থানায় গিয়ে নিজেই ঘটনার সকল বিবরণ দেয় ঘাতক স্বামী।
এ বিষয়ে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ বলেন, প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পয়েছি। সাবল ও কুড়াল দিয়ে খুন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মাঈনউদ্দিন নামের ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button