sliderস্থানীয়

পীরগঞ্জে বন্ধুর খুনের দায় স্বীকার করে আত্মসমর্পণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় নেশাগ্রস্ত বন্ধুর হাতে রাসেল নামে এক যুবক খুন হয়েছেন। ঘাতক ঐ যুবকের নাম শহীদ হোসেন। খুন করে নিজেই পুলিশকে কল করে আত্মসমর্পণ করেন শহীদ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। এ ঘটনায় রাসেলের শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম। পরে রাতেই শহিদকে সাথে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায় পুলিশ। অনেক খোাঁজাখুজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধান ক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশ দেখতে পায় ও পুলিশকে খবর দিলে সেখান থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম আরও জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শহিদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক শহীদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দুজন নেশা করতে যায়। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহীদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর শহীদ পুলিশকে কল করে দায় স্বীকার ও আত্মসমর্পন করে।

Related Articles

Leave a Reply

Back to top button