sliderস্থানীয়

পীরগঞ্জে বইছে উপজেলা নির্বাচনী হাওয়া সম্ভাব্য প্রার্থীদের নাম শোনা যাচ্ছে

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী তফশিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম মাঠে নেমেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ। এবারের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- আ.লীগ সমর্থিত নৌকার মনোনয়ন প্রত্যাশী ঠাকুরগাঁও জেলা আ.লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি ৩ বারের ইউপি চেয়ারম্যান হিটলার হক, পীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম। এ ছাড়াও পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হীরা, পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক গীতি গমন চন্দ্র রায়। এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-সহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button