পিরোজপুর প্রতিনিধি : এবার নিজের পরিচয় প্রকাশ করল ছাত্রশিবির পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ সেক্রেটারি রেদওয়ানুল ইসলাম, জানা যায় তিনি অনার্স প্রথম বর্ষের ছাত্র, প্রাথমিক জীবনে মাদ্রাসা শিক্ষা শেষ করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হন, জানা যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি-মেহেদী হাসান এর নেতৃত্বে জামায়াত-বিএনপি,শিবির-ছাত্রদল-যুবদল সহ সকল সাধারণ শিক্ষার্থীদের একত্রিত করে বৈষম্য বিরোধী আন্দোলন পরিচালনা করেছিলেন, এবং ৪ঠা আগস্ট সরকার পতনের এক দফা আন্দোলনের কঠিন পরিস্থিতি ও শত বাধার মধ্যেও কৌশলে তিনি সাধারণ শিক্ষার্থীদের মাধ্যম হয়ে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় আন্দোলন দাড় করিয়ে সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের শেখ হাসিনার পদত্যাগ আন্দোলনে অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন।
আগেরদিন (৩ আগস্ট) তিনি শিবির-ছাত্রদল, জামায়াত-বিএনপি ও সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে ৫ হাজার লোকের উপস্থিতি হবে বলে রাজনৈতিক ও সাধারণ শিক্ষার্থীদেরকে নিশ্চিত করিয়ে সবাইকে আন্দোলন মুখী করে ছিলেন। তবে আন্দোলন শুরু হলে দলমত নির্বিশেষে প্রায় সকলের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
৪ঠা আগস্ট পিরোজপুরে যে আন্দোলন হয়েছে, পিরোজপুরের ইতিহাসে তা ছিলো সবচেয়ে বড় আন্দোলন। পরবর্তীতে সরকার পতনের পরে সমন্বয়ক হিসেবে পরিচয় থাকলেও তিনি সে পরিচয় না দিয়ে তার সংগঠনের পরিচয় শিবির সেক্রেটারি হিসেবেই প্রকাশ করলেন তার নিজস্ব ফেসবুক পেইজে । তিনি তার ফেসবুক পেইজে সকল ছাত্রদেরকে ছাত্র শিবিরের ছায়াতলে আসার আহ্বান জানিয়ে তার নিজস্ব অবস্থান পরিষ্কার করেছেন।
কলেজের ছাত্র শিক্ষকের সাক্ষাৎকারে জানা যায় সরকারি কলেজে তিনি বিনয়ী,নম্র ও ভদ্র হিসেবে সকলের কাছে পরিচিত, অনেকে হতভাগ হয়েছে শিবির পরিচয় শুনে,কেউ কেউ আবার তার পরিচয় পেয়ে শিবির ভালো বলেও আখ্যা দিয়েছেন।