পিরোজপুর থেকে অপহৃত রুমি বরিশালে উদ্ধার

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের পোড়গোলা গ্রামের আলামিন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার রুমিকে পাওয়া যায় না বলে পুলিশের কাছে অভিযোগ করেন তরিকুল ইসলাম রাজীব
সেই অভিযোগের সূত্র ধরে পুলিশ সুপার জনাব মুকিত হাসান ক্রাইম এন্ড অবস তার কার্যক্রম শুরু করেন তথ্য প্রযুক্তি সহায়তায় সিনথিয়া আক্তার রুমিকে বরিশাল থেকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেন জেলা পুলিশ পিরোজপুর,
তরিকুল ইসলাম রাজীব জানান তার শ্যালক মোঃ আল আমিন হাওলাদার এর মেয়ে সিনথিয়া আক্তার রুমি(১৩) পিতাঃ মোহাম্মদ আল আমিন হাওলাদার, গ্রামঃ পোর গোলা গত ৩/১০/ ২০২৪ তারিখ কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। অনেক খোজাখুজি করে তার সন্ধান না পাওয়ায় পুলিশের শরনাপন্ন হই এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন সিনথিয়া আক্তার রুমিকে তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কতোয়ালী থানার সহায়তায় গত ৩/১০/২০২৪ তারিখে রাতে বরিশাল চাঁদমারী এলাকা থেকে উদ্ধার করেন এবং আমরা তাকে খুঁজে পাই।