পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা নিয়ে জেলা প্রশাসকের প্রস্তুতি

নাছির উদ্দিন পিরোজপুরঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারো পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন, পিরোজপুরের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর বদরুল, র্যাব-৮-এর কমকর্তা মাসুদ, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম-পরিচালক মো. আব্দুল কাদের, পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, বিএনপির পিরোজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু, বাংলাদেশ জামায়াত ইসলাম পিরোজপুরের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে পূজামণ্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসারসহ বিপুলসংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।